Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম  Welcome to Upazila Nirbahi Officer's Web Portal


যোগাযোগ

জেলা শহর লালমণিরহাট এর সাথে সড়ক ও রেলপথ যোগাযোগ রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে কাঁচা সড়কের পরিমাণ বেশী। সড়ক যোগাযোগে যানবাহন হিসেবে আগেকার দিনে ব্যবহৃত হত গরুর গাড়ী, মহিষের গাড়ী ও পাল্কি। সময়ের ব্যবধানে এ স্থান দখল করে নিয়েছে আধুনিক যানবাহন যেমন-সাইকেল, রিকসা, ভ্যান, টেম্পু, ভটভটি, বাস, মাইক্রোবাস, কার প্রভৃতি। পাল্কির প্রচলন এখন আর নেই। সড়কগুলোর উন্নয়ন হওয়ার সাথে সাথে যান্ত্রিক যানবাহনের প্রসারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু এবং মহিষের গাড়ীর প্রচলন। আগেকার দিনের পাল তোলা নৌকা কদাচিৎ নজরে পরে, ভটভট শব্দে এখন ছুটে চলে স্যালো ইঞ্জিন চালিত নৌকা। রেল যোগাযোগের কয়লার ইঞ্জিনও এখন আর নেই। তদস্থলে যোগ হয়েছে আধুনিক ইস্টিম ইঞ্জিন।