প্রাচীনকাল থেকেই হাতিবান্ধার জনোগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখাগেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই। হাতিবান্ধায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে।এর মধ্যেএস,এসস্কুলএবংহ্যালিপ্যাড মাঠ-হাতিবান্ধার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতি বছর এ মাঠে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক) গোল্ডকাপ ফুটবল
তাছাড়া জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায় হাতিবান্ধারএস,এসস্কুল অসামান্য অবদান রেখেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS